Skip to content Skip to sidebar Skip to footer

বিশেষভাবে গুরুত্বপূর্ণ

কোভিড-১৯ এর কারনে বসবাসের সময়কাল অথবা বাসস্থান যোগ্যতা পরিবর্তনের ব্যাতিক্রম প্রক্রিয়া রয়েছে। হাল ছেড়ে দিবেন না। যদি বাসস্থান যোগ্যতা অথবা ভিসা বর্ধন বিষয়ক কোন প্রশ্ন থাকে তবে নির্দিধায় আমাদের জিজ্ঞেস করুন।

বিনামুল্যে পরামর্শ সেবা
(টেলিফোন/ই-মেইল)

প্রাথমিক তথ্য

কোভিড-১৯ এর কারনে বসবাসের সময়কাল অথবা বাসস্থান যোগ্যতা পরিবর্তনের ব্যাতিক্রম প্রক্রিয়া রয়েছে। হাল ছেড়ে দিবেন না। যেহেতু কোভিড-১৯ এর কারনে বসবাস যোগ্যতা সম্বন্ধীয় অনেক জটিল সমস্যা থাকে যার সমাধান ব্যাক্তি বিশেষ অনুযায়ী ভিন্ন হয় সেহেতু যে কোন প্রকার প্রশ্ন এবং সমস্যার জন্য নির্দিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।

বিনামুল্যে পরামর্শ সেবা
(টেলিফোন/ই-মেইল)

বিদেশী নাগরীকদের জন্য কোভিড-১৯ পরিস্থিতি তে আবাসন আবেদন

যে সকল বিদেশী নাগরিকদের নিজ দেশ অথবা অন্য দেশে ফেরত যেতে অসুবিধা
1. ” বিদেশী নাগরিক যারা “অস্থায়ী দর্শনার্থী” পদে আবাসনে
▶︎ ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি বর্ধন করতে পারবে।
2. (※)” বিদেশী নাগরিক যারা “টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনিং” অথবা “সুনির্ধারিত কর্ম” পদে আবাসনে আছেন

(※)বিদেশী নির্মান কর্মী(নং ৩২), বিদেশী জাহাজনির্মান কর্মী(নং ৩৫), ইন্টার্নশীপ(নং ০৯), বিদেশী উৎপাদন কর্মী (নং ৪২), গ্রীষ্মকালীন চাকুরী (নং ১২) (No. 12)

▶︎ “সুনির্ধারিত কর্ম” পদে পরিবর্তন যোগ্য (কর্ম অনুমতি, ৬ মাস)

বিদেশী নাগরিক যারা “গ্রীষ্মকালীন চাকুরি” পদ নিয়ে আবাসনে তারা পরিবর্তন করে “সুনির্ধারিত কর্ম (কর্ম অনুমতি, ৩ মাস) করতে পারবেন

3. প্রার্থী যারা সেবাকর্ম এবং যত্ন/তত্বাবধান কর্মে লিপ্ত তারা “সুনির্ধারিত কর্ম”

(※)নং ১৬,১৭,২০,২১,২৭,২৮

▶︎ ৬ মাস বর্ধন করার অনুমতি দেয়া হয়েছে।

※ যারা পূর্বের প্রতিষ্ঠানে কর্মরত থাকতে ইচ্ছুক শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য
※ যারা কোভিড-১৯ এর কারনে নিজ বা অন্য দেশে ফেরত যেতে পারছে না এইমতে পত্র জমাদান করেছে তাদের জন্য প্রযোজ্য। এছাড়াও কর্ম প্রতিষ্ঠান বিদেশী নাগরিক কর্মরত অবস্থায় বজায় রাখতে সক্ষম এই মর্মে পত্র জমাদান করতে হবে।
【বিস্তারিত তথ্যের জন্য】
4. বিদেশী নাগরিক যারা ছুটির জন্যে কর্মরত(※)

(※) “”সুনির্ধারিত কর্ম (ছুটিকালীন কর্ম)(নং ০৫)”

▶︎ আবাসন পদ পরিবর্তন করে “সুনির্ধারিত কর্ম”( ছুটিকালীন কর্ম) পদে পরিবর্তন করার অনুমতি প্রদান করা হয়েছে, এমন কি যে বিদেশী নাগরিক “অস্থায়ী দর্শনার্থী” পদ প্রাপ্ত হয়েছে তার জন্যও প্রযোজ্য।

※যারা কোভিড-১৯ এর কারনে নিজ বা অন্য দেশে ফেরত যেতে পারছে না এইমতে পত্র জমাদান করেছে তাদের জন্য প্রযোজ্য।
【বিস্তারিত তথ্যের জন্য】
5. বিদেশী নাগরিক যাদের আবাসন পদ “শিক্ষার্থী” এবং যারা কাজ করতে ইচ্ছুক

▶︎ পদ পরিবর্তন করে “সুনির্দিষ্ট কর্ম(সাপ্তাহিক ২৮ ঘন্টা, ৬ মাস)” পদে পরিবর্তন করার অনুমতি দেয়া হয়েছে।

※ শুধুমাত্র যারা ১লা জানুয়ারি ২০২০২ অথবা তারপরে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক লাভ করেছে।

6. বিদেশী নাগরিক যাদের অন্যন্য আবাসন পদ রয়েছে
▶︎ “সুনির্দিষ্ট কর্ম( কর্মের অনুমতি নাই, ৬ মাস) পদে পরিবর্তন করার অনুমতি দেয়া হয়েছে।
7. বিদেশী নাগরিক যারা জাতীয় কারখানাগত পরীক্ষা এবং টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনিং নিতে পারছে না

▶︎ আবাসন পদ পরিবর্তন করে ঃসুনির্দিষ্ট কর্ম( কর্মের অনুমতি আছে, ৪ মাস) করতে অনুমতি দেয়া হয়েছে।

※যারা পূর্বের প্রতিষ্ঠানে কর্মরত থাকতে ইচ্ছুক শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য।

8. বিদেশী নাগরিক যাদের সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানের কারনে কারখানাগত ট্রেনিং নিতে (যারা নতুন প্রতিষ্ঠান পাচ্ছে না)

▶︎ আবাসন পদ পরিবর্তন করে “সনির্দিষ্ট কর্ম( কর্মের অনুমতি আছে, ১বছর)” করার অনুমতি প্রদান করা হয়েছে

※নির্দিষ্ট দক্ষতার কর্মচারিদের নিজ নিজ শিল্প ক্ষেত্রে কর্মের অনুমতি প্রদান করা হয়েছে ( যেমনঃ সেবাদানকারী, কৃষক, যত্নগ্রহনকারী)

অনুগ্রহ করে নিম্নোক্ত সাইট টি দেখুন যদি নতুন চাকরি করতে ইচ্ছুক
9. বিদেশী নাগরিক যারা নির্দিষ্ট দক্ষতার কাজের জন্য উত্তির্ন হয়নি ( যারা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং নং ০২,০৩ হিসেবে কর্মরত)

▶︎ আবাসন পদ পরিবর্তন করে “সুনির্দিষ্ট কর্ম (কর্মের অনুমতি, ৪মাস) করার অনুমতি প্রদান করা হয়েছে।

【বিস্তারিত তথ্যের জন্য】
কীভাবে অ্যাপ্লিকেশনগুলি জমা দিতে হয় তা পরীক্ষা করতে দয়া করে এই পৃষ্ঠাটি দেখুন
  1. VISA_Submission documents required for the application to change or extend the residence status. 法務省「新型コロナウイルス感染症の感染拡大等を受けた技能実習生の在留諸申請の取扱いについて」(শুধুমাত্র জাপানি ভাষায় লেখা)
  2. VISA_Procedure for the application to change or extend the residence status. 出入国在留管理庁「新型コロナウイルス感染症の影響により帰国が困難な中長 期在留者及び元中長期在留者からの在留諸申請の取扱いについて」(শুধুমাত্র জাপানি ভাষায় লেখা)
【আরও তথ্যের জন্য】
বিদেশী নাগরিক যারা জাপানে প্রবেশ এর পরিকল্পনা করছেন

যথাযুক্ত কারন ছাড়া প্রবেশ বিধিনিষেধ তুলে নেয়ার আগ পর্যন্ত আপনি জাপানে প্রবেশ করতে পারবেন না।

যে সকল দেশের জন্য প্রবেশ বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে

法務省「入国制限措置解除日に係る国・地域一覧表」(শুধুমাত্র জাপানি ভাষায় লেখা)
1. বিদেশি নাগরিক যাদের যোগ্যতা সনদপত্র জারি আছে

○ সাধারন নিয়ম

মাস বৈধতা

○ বিশেষ নিয়ম

যোগ্যতা সনদপত্র জারির তারিখ ১ অক্টোবর ,২০১৯ থেকে ২৯ জানুয়ারী, ২০২১ এর মধ্যে হলে তাদের বৈধতা ৬ মাস গন্য হবে প্রবেশ বিধিনিষেধ তোলা পর্যন্ত অথবা ৩০ এপ্রিল ২০২১ ( যা প্রথমে আসে)

※ শুধুমাত্র দেই সকল বিদেশী নাগরিক এর জন্য প্রযোজ্য যারা এইমতে পত্র প্রদান করেছে যে তাদের প্রতিষ্ঠান বিদেশী নাগরিক কর্মরত রাখতে সক্ষম এবং যখন তাদের যোগ্যতা সনদপত্র প্রদান করা হয়েছে।

2. বিদেশী নাগরিক যারা যোগ্যতা সনদপত্রের আবেদন করেছে

যদি চলমান আবেদন পত্রের তারিখ পরিবর্তন হয় তবে প্রতিষ্ঠান হতে একটি পরীক্ষা নেয়া হবে, কারণ দর্শানো সহ।

কারণ দর্শানোর আবেদন পত্র ডাউনলোড করুন

3. যে সকল বিদেশী নাগরিক যারা আবাসনের আবেদন প্রক্রিয়া চলাকালিন পুনঃপ্রবেশ অনুমতি সহ জাপান হতে প্রস্থান করেছেন

○ যারা অভিবাসন বিধিনিষেধ এর কারনে পুনঃপ্রবেশ অনুমতি সত্ত্বেও জাপানে প্রবেশ করতে পারছেন না।

○ যারা জাপান হতে প্রস্থান এর পুর্বে আবাসন পদ পরিবর্তন অথবা মেয়াদ বৃদ্ধি অথবা স্থায়ী আবাসনের আবেদন করেছেন।

উপরে উল্লেখিত বিদেশী নাগরিকদের ক্ষেত্রে জাপানে স্থায়ী কোন আত্মীয় অথবা কর্মরত প্রতিষ্ঠানের কোন প্রতিনিধি তার হয়ে আবাসন কার্ড গ্রহন করতে পারবে এবং জাপানের বাইরে অবস্থিত আবেদনকারী জাপানে অবতরন করার আবেদন করতে পারবে।

প্রতিনিধি প্রাপক এর আইনগত কাগজ সকল ডাউনলোড করুন

4. বিদেশী নাগরিক যারা জাপানের বাহিরে থাকাকালীন আবাসনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

○ যারা “যোগ্যতা পত্র” আবেদনের জন্য প্রযোজ্য নয় ( স্থায়ী আবাসন ইত্যাদি)

অভিবাসন বিধিনিষেধ তুলে নেয়ার পর বিশেষ অনুমতির সাপেক্ষে জাপানে অবতরন এর অনুমতি প্রদান করা হবে। অনুগ্রহ করে অভিবাসন বিধিনিষেধ তুলে নেয়ার ৬ মাসের মধ্যে যে দেশে অবস্থান করছেন সেই দেশের কূটনৈতিক দূতাবাসে ভিসার জন্য আবেদন করুন

※এটা শুধুমাত্র প্রযোজ্য সে সকল বিদেশী নাগরিক যাদের পুনঃপ্রবেশ অনুমতির মেয়াদ ১ মাস বাকি যখন জাপানে অভিবাসন বিধিনিষেধ শুরু হয়।
【বিস্তারিত তথ্যের জন্য】

○যাদের জন্য যোগ্যতা পত্র আবেদন অপরিহার্য ( শিক্ষার্থী এবং টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনি)

যদি কোন বিদেশী নাগরিক আবার যোগ্যতা পত্রের আবেদন করে নীতির মাধ্যমে তবে একটি পরীক্ষা নেয়া হবে গ্রহণকারী প্রতিষ্ঠানের দ্বারা আবেদনপত্রের কারনের ভিত্তিতে।

【বিস্তারিত তথ্যের জন্য】
【বিস্তারিত তথ্যের জন্য】
    • Ministry of Justice.“Handling foreing nationals planning to enter Japan” ভাষাঃ ইংরেজি, চাইনিজ, কোরিয়ান, ইন্দোনেশিয়ান, ভিয়েতনামিজ, ট্যাগালোগ, পর্তুগিজ, স্প্যানিশ, নেপালি

আবাসনের মেয়াদ বর্ধনের আবেদনপত্র গ্রহণ

আবাসনের মেয়াদ বর্ধন

● সাধারন নিয়মাবলী

আবাসন মেয়াদ বর্ধনের আবেদনপত্র অভিবাসন কাউন্টারে গ্রহণ করা হয়, মেয়াদ উত্তির্ণ হবার পুর্বে।

● বিশেষ নিয়মাবলী

এপ্রিল, মে, জুন, জুলাই তে যে সকল বিদেশী নাগরিক এর আবাসন পদ পরিবর্তন অথবা আবাসন মেয়াদ বর্ধন প্রয়োজন সে সকল আবেদনপত্র অভিবাসন কাউন্টারে গ্রহণ করা হয় এবং ৩ মাস বর্ধন করা হয়।

পরীক্ষার ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে মেয়াদ বর্ধন

● সাধারন নিয়মাবলী

যে সকল বিদেশী নাগরিকের আবাসন কার্ড রয়েছে যার মেয়াদ ২ মাস বাকি আছে এবং ইতিমধ্যে আবাসন পদ পরিবর্তন বা বর্ধনের আবেদন করেছেন তাদের পরীক্ষার ফলাফল সেই মেয়াদ উত্তির্ণ তারিখ বিবেচনা করে পুর্বেই দেয়া হবে।

● বিশেষ নিয়মাবলী

আরও ৩ মাস মেয়াদ বর্ধন

※যাদের আবাসন কার্ডের মেয়াদ আগস্ট অথনা এর শেষ দিকে তারা কাধারন নিয়মাবলীর আওতাধীন

【বিস্তারিত তথ্যের জন্য】