Skip to content Skip to sidebar Skip to footer

আর্থিক সহায়তা

জরুরি শিক্ষার্থী সহায়তা বিলিপত্র
  • এটি জাপানের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা কোভিড-১৯ এর কারণে পড়াশোনা চালিয়ে যেতে বাধাগ্রস্থ হচ্ছে তাদের সহায়তা করে।
  • যদিও প্রাপকের বিভিন্ন শর্ত পুরন করতে হবে যেমন নিজ বাসস্থানে না থাকা, খন্ডকালীন চাকরি দিয়ে লেখাপড়ার খরচ চালানো অথবা আয়ের বড় অংশ কোভিড-১৯ এর কারণে হারানো।
【বিস্তারিত তথ্যের জন্য】
    • Ministry of Education, Culture, Sports, Science and Technology in Japan. “Emergency Student Support Handout for Continuing Studies.
    • আপনার স্কুলকে জিজ্ঞেস করুন!
    • বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা রয়েছে। অনুগ্রহ করে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
【চাকরি সন্ধানে সহায়তা】
নিরীক্ষা 【কাজ করতে অক্ষম

ভিসা

 কোভিড দ্বারা প্রভাবিত শিক্ষার্থী দের জন্যে

আন্তর্জাতিক শিক্ষার্থী যারা লেখাপড়া চালিয়ে যেতে ইচ্ছুক তাদের অবস্থান করার মেয়াদ বর্ধনের অনুমতি দেয়া হয়েছে।

ইতপূর্বে জাপানিজ ভাষা শিক্ষার্থীদের অবস্থান মেয়াদ ছিল ২ বছর কিন্তু এখন কোভিড-১৯ এর প্রভাবে স্কুল বন্ধ থাকায় মেয়াদ বর্ধনের অনুমতি এবং তার সাথে সপ্তাহে ২৮ ঘন্টা খন্ডকালীন চাকরি করার অনুমোদন নিতে পারবে।

আন্তর্জাতিক শিক্ষার্থী যারা স্নাতক লাভের পর ও দেশে ফেরত যেতে পারছেন না।

● সাধারন নিয়মাবলী বসবাস যোগ্যতা পরিবর্তন করে “সাময়িক দর্শনার্থী (৯০ দিন)” নিতে পারবেন। ※ খন্ডকালীন চাকরি করার অনুমতি নেই। .

● বিশেষ নিয়মাবলী আবাসনের পদ পরিবর্তন করে “নির্দিষ্ট কর্ম(খন্ডকালীন চাকরি, সাপ্তাহিক ২৮ ঘন্টা,৬ মাস) করতে পারবেন

আন্তর্জাতিক শিক্ষার্থী যারা স্নাতক লাভের পর জাপানে কাজ করতে ইচ্ছুক।

আবাসনের পদ পরিবর্তন করে “নির্দিষ্ট কর্ম(খন্ডকালীন চাকরি, সাপ্তাহিক ২৮ ঘন্টা,৬ মাস) করতে পারবেন ※শুধুমাত্র ১ জানুয়ারি ২০২০ অথবা তার পরের স্নাতক লাভ করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

যে সকল বিদেশী নাগরিক আবাসনের পদ পরিবর্তন করে “নির্দিষ্ট কর্ম(খন্ডকালীন চাকরি, সাপ্তাহিক ২৮ ঘন্টা,৬ মাস) করতে ইচ্ছুক তারা একবার একবছরের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমতি পাবে সাধারনভাবেই। কিন্তু কোভিড-১৯ এর সমস্যার কারণে এক বছরের বেশি মেয়াদ বৃদ্ধির সুযোগ পাবেন।

【বিস্তারিত তথ্যের জন্য】
আন্তর্জাতিক শিক্ষার্থী যারা জাপানে ঢোকার পরিকল্পনা করছেন যোগ্যতা সনদপত্রের মেয়াদ সম্পর্কিত বিস্তারিত জানতে নিচের সাইটে দেখুন
দেখুন 【ভিসা: বিদেশী নাগরিক যারা জাপান প্রবেশ এর পরিকল্পনা করছেন】

যে কোন প্রকার সমস্য অথবা প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বিনামূল্যে পরামর্শ সেবা (টেলিফোন/ইমেইল)

FAQ

Qআমি কোভিড-১৯ এর কারনে খন্ডকালীন চাকরি হারিয়েছি এবং আমি বাসা ভাড়া ও লেখাপড়ার খরচ দিতে পারছি না।

শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক জরুরি সহায়তা প্রদান করা হয়ে থাকে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও সহায়তা পাবেন খরচ স্থগিত করার আবেদন করে। প্রথমত আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করু বিস্তারিত জানার জন্য এছাড়াও নিয়োগ ওয়েবসাইটগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজ খুজে দিতে বিশেষ সাহায্য করে। যদি প্রশ্ন থাকে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

Qআমি মার্চ ২০২০ এ স্নাতক লাভ করেছি কিন্তু আমার চাকরির প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে কোভিড-১৯ এর কারনে।

জাপান সরকার ঘোষণা দিয়েছে যে কোন কোম্পানি যদি চাকরির পূর্বপ্রস্তাব প্রত্যাহার করে তবে সেই কোম্পানি শিক্ষার্থীকে চাকরি খুজে দিতে সহায়তা করতে বাধ্য। যেহেতু এই ব্যাপারে অভিজ্ঞ পরামর্শ এবং আইন বিশ্লেষণ প্রয়োজন তাই আমাদের সাথে যোগাযগ করুন।

Qআমি স্কলারশিপ এর জন্য আবেদন করতে চাই কিন্তু আবেদনপত্র প্রস্তুত করা অনেক কঠিন।

প্রক্রিয়া এর জন্য আপনার অনেক কাগজপত্র প্রয়োজন। কোভিড-১৯ এর কারনে অনেক আবেদনপত্র জমা পরা আশানরূপ। অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

Qআমি স্কুল পাশ করার পরেও দেশে ফিরতে পরছি না।

কোভিড-১৯ এর কারনে যদি আপনার দেশে ফিরতে সমস্যা হয় তবে আপনি আবাসনের পদ পরিবর্তন করে “নির্দিষ্ট কর্ম(খন্ডকালীন চাকরি, সাপ্তাহিক ২৮ ঘন্টা,৬ মাস) করতে পারবেন যেহেতু এই ব্যাপারে অভিজ্ঞ মতামত এবং আইন বিশ্লেষণ প্রয়োজন তাই আমাদের সাথে যোগাযোগ করুন।