Skip to content Skip to sidebar Skip to footer

প্রাথমিক তথ্য

◆ কোভিড-১৯ এর জন্য যে সকল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য অনেক সহায়তা কার্যক্রম রয়েছে। (১) ব্যাবসায়ী (২) একক ব্যাক্তি দের জন্য নাগরিক সংস্থা এবং সরকার সহায়তা প্রদান করে।

◆ এইসকল কার্যক্রম খুব দ্রুত পরিবর্তন হয় এবং অনেক কার্যপদ্ধতি জাপানিজ ভাষায় বিস্তারিত থাকে এবং সকল আবেদন পত্র ও কাগজপত্র জাপানি ভাষায় তৈরি করতে হয়। এই ওয়েবসাইটের বাইরে অন্যন্য সাহায্য পদ্ধতি ও রয়েছে। আপনি যদি জানতে চান কোন সহায়তা পেতে পারেন বা আপনি কোন সহায়তা পেতে পারেন তা নিয়ে দ্বিধায় আছেন অথবা আবেদন পত্র প্রস্তুত করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিনামুল্যে পরামর্শ সেবা
(টেলিফোন/ই-মেইল)

অতিরিক্ত তথ্য

সরকার কর্তৃক প্রদানকৃত আর্থিক সহায়তা

(1) ব্যাবসায়ী মালিকদের জন্য

● সরকার কর্তৃক প্রদানকৃত বেশিরভাগ সহায়তা প্রদান করা হয় অর্থ, বানিজ্য এবং শিল্প মন্ত্রনালয় থেকে। কিন্তু মন্ত্রনালয়ের ওয়েবসাইটে শুধুমাত্র জাপানিজ ও ইংরেজি ভাষা ব্যবহৃত হয় এবং সকল আবেদনপত্র জাপানিজ ভাষায় প্রস্তুত করতে হয়। যদি আপনি এরকম সমস্যা বোধ করেন যে ওয়েবসাইটের ব্যাখ্যা, কে আবেদন যোগ্য, কত অর্থ পেতে পারেন অথবা কিভাবে আবেদন করতে হয় তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার আবেদনপত্রের সকল সাহায্য করব।

বিনামুল্যে পরামর্শ সেবা
(টেলিফোন/ই-মেইল)

ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি সাহায্য কার্যক্রম

যে সকল ব্যবসায়ী কোভিড-১৯ প্রভাবিত সে সকল ব্যবসা টিকিয়ে রাখতে এই আর্থিক সহায়তা।

※ আপনি এই সহায়তা শুধুমাত্র একবার পেতে পারবেন।

কোভিড-১৯ এর কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় সংশ্লিষ্ট অর্থ সহায়তা দেয়া হবে যেন কর্তৃপক্ষ

তার কর্মচারীদের বেতন ছুটি প্রদান করতে পারেন। এটি ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কার্যকর। এছাড়াও কর্তৃপক্ষ এমনভাবে প্রস্তুতি নিবে যেন অভিভাবকগন প্রয়োজন মত নিজেদের ছুটি পেতে পারে।

বাড়ি-ভাড়া সহায়তা

কোভিড-১৯ এর কারনে যে সকল ব্যবসায়ী ভাড়া দিতে জটিলতার সম্মুখীন হচ্ছে তাদের জন্য সহায়তা। ৩ টি শর্ত পূরন করতে হবে( বিস্তারিত তথ্যে দেখুন)। ১৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত। ※আবেদনপত্র জাপানিজ ভাষায় প্রক্রিয়া করতে হয়। জটিলতার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

・অ্যাপ্লিকেশন ওয়েবসাইট: 家賃支援給付金
【বিস্তারিত তথ্যের জন্য】
 জাপান ফাইন্যান্স কর্পোরেশন এবং ওকিনাওয়া প্রমোশন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন কর্তৃক বিশেষ ঋণ প্রদান করা হচ্ছে।

যে সকল ব্যবসায়ী কোভিড-১৯ এর কারনে সাময়িক ধস নেমেছে কিন্তু মধ্য মেয়াদি বা দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় আবার গড়ে উঠতে পারবে সে সকল ব্যবসা মালিকদের সহায়তা করে। ※ আবেদনপত্র জাপানিজ ভাষায় প্রক্রিয়া করতে হয়। জটিলতার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

・অ্যাপ্লিকেশন ওয়েবসাইট: 日本政策金融公庫「新型コロナウイルス感染症特別貸付」
সামাজিক বীমা পরিশোধ করার অতিরিক্ত সময়

কোভিড-১৯ এর কারনে যে সকল ব্যবসায়ী মালিক এর চরম ধস নেমে এসেছে তারা এক বছর বিনা সুদে পরিশোধযোগ্য অর্থ স্থগিত রাখতে পারবে। ※ আবেদনপত্র জাপানিজ ভাষায় প্রক্রিয়া করতে হয়। জটিলতার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

・অ্যাপ্লিকেশন ওয়েবসাইট: 日本年金機構「新型コロナウイルス感染症の影響による納付の猶予(特例)

(2)একক ব্যাক্তির জন্যে

সামাজিক বীমা পরিশোধের বর্ধিত সময়

আপনার যদি পেনশন, বীমা, ট্যাক্স, অন্যন্য বিল পরিশোধে সমস্যা হয় তবে আপনি মাফ বা সময় বর্ধনের আবেদন করতে পারেন।

এর করনে জোরপূর্বক ছুটি গ্রহণ তহবিল

১ এপ্রিল ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে আপনাকে যদি কোভিড-১৯ এর কারনে কর্তৃপক্ষ ছুটিতে পাঠায় তবে আপনি এই দুটি শর্তভুক্ত হবেন (বিস্তারিত তথ্য দেখুন), আপনাকে বেতনের ৮০% দেয়া হবে।

 বাড়ি ভাড়ার জন্য নগদ অর্থ প্রদান

কোভিড-১৯ এর কারনে যাদের বাড়ি ভাড়া পরিশোধে সমস্যা হচ্ছে তাদের জন্য।

【বিস্তারিত তথ্যের জন্য】
কর্মসংস্থায় সমন্বয় ভর্তুকি (বিশেষ বিবেচ্য)

কোভিড-১৯ এর কারনে যদি কর্তৃপক্ষ ব্যবসা কার্যকলাপ কমিয়ে দেয় এবং কর্মচারীদের কর্মসংস্থান বজায় রাখতে যদি বেতন-ছুটি মঞ্জর করে বা প্রশিক্ষনের ব্যবস্থা করে তবে যা খরচ হয় সেটা ভর্তুকি প্রদানে হবে।

 সাময়িক ঋণ জরুরি তহবিল

কোভিড-১৯ মহামারি এর আলোকে, যে সকল পরিবার ঋণ গ্রহণে যোগ্য এই নিয়ম বর্ধন করে স্বল্প আয়ের পরিবার এর সাথে অ- স্বল্প আয়ের পরিবার ও যুক্ত করা হবে। সাময়িক কর্ম শিথিলতার অথবা চাকরিচ্যুতির কারনে জীবিত ব্যয় কষ্টকর হয়ে যাচ্ছে এমন পরিবারদের বিশেষ ঋণ দেয়া হবে জরুরি তহবিল হিসেবে।

পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জরুরী শিক্ষার্থী সহায়তা বিলিপত্র

● এর কারনে বিশ্ববিদ্যালয় অথবা অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে।

● যদিও প্রাপককে কিছু শর্ত পুরন করতে হবে যেমন, নিজ বাসায় না থাকা, সাময়িক কাজ করে টিউশন ফি জোগাড় অথবা মহামারির কারনে বিশাল আয় হারানো ইত্যাদি।