Skip to content Skip to footer

শিক্ষা প্রতিষ্ঠানের উপর কোভিড-১৯ এর বিশাল প্রভাব পড়েছে। নতুন স্কুল জীবন এবং প্রাথমিক মহামারি রোধ বিষয়ক নীতি দেয়া হয়েছে সরকার হতে। এখানে এই নীতি এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেয়া শিক্ষার্থীদের জন্যে যেন তারা নিজেরা পড়তে পারে তাদের পড়ালেখার সহায়তার জন্যে।

প্রাথমিক তথ্য

1. কখন সাময়িকভাবে স্কুল বন্ধ

সাধারন নিয়ম অনুযায়ী যদি কোন শিক্ষক অথবা শিক্ষার্থী সংক্রমিত হয় তবে আংশিক অথবা সম্পুর্ণ স্কুল সাময়িকভাবে বন্ধ থাকবে যতদিন স্বাস্থ্য কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নিতে না পারছে। পরবর্তি ধাপ স্কুলের অবস্থা এবং স্থানভেদে ভিন্ন হবে।

2. স্কুল সংক্রমণ নিয়ন্ত্রন

প্রতি স্কুলে স্বাস্থ্য নিয়ন্ত্রন সিস্টেম থাকবে সাথে স্ক্ল ডাক্তার, ঔষধ বিশেষজ্ঞ। পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা, মাস্কের ব্যবহার, কাশি শিষ্ঠাচার থাকা বাধ্যতামূলক।

3. স্কুলে মাস্ক পরিধান করা কি বাধ্যতামূলক?
প্রাথমিকভাবে মাস্ক পরা টা বাঞ্ছনীয় কিন্তু যদি আবহাওয়া ও পরিস্থিতি অনুযায়ী মাস্কের ব্যবহার যদি স্বাস্থ্যের ক্ষতি করে তবে মাস্ক পরা জরুরী নয়।
4. আপনার বাচ্চা স্কুলে গেলে যে সকল জিনিস খেয়াল রাখবেন

স্কুলে যাওয়ার পূর্বে শরীরের তাপমাত্রা মাপুন এবং ঠান্ডার লক্ষন আছে কিনা দেখুন। যদি ঠান্ডার লক্ষন থাকে তবে স্কুলের সাথে যোগাযোগের মাধ্যমে স্কুলে অনুপস্থিত থাকা যাবে। সেক্ষেত্রে অনুপস্থিতি হিসেবে গন্য হবে না

5. শিক্ষায় বিলম্ব নিয়ে চিন্তিত

শিক্ষায় বিলম্ব না হয় এইমতে সকল স্কুলের একত্রে সাড়া প্রদান করতে হবে। এমন প্রক্রিয়ার শিক্ষাদান করতে হবে যেখানে বিভিন্ন যন্ত্র যেমন ট্যাব্লেট, অন্যন্য শিক্ষা সহায়ক বস্তু ব্যবহার এবং বাড়িতে পড়া সহ। স্কুল বোর্ড এবং স্কুল কে জানানো যাচ্ছে যে সকল প্রকার পরিপূরক ব্যবস্থা গ্রহণ করতে।

6. পরীক্ষায় প্রভাব নিয়ে চিন্তিত
উচ্চবিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মূল্যায়নের সময় প্রশ্নের সংখ্যা কমিয়ে বিশেষ বিবেচনার নোটিশ প্রদান করতে হবে। এর সাথে পরীক্ষা নেয়ার স্থান সংক্রমণ নিয়ন্ত্রিত হতে হবে এবং সংক্রমনের কারনে পরীক্ষা নেয়া না গেলে টা পরে অবশ্যই নিতে হবে। বিস্তারিত জানতে প্রতি পরীক্ষা স্কুলের ওয়েবসাইট ভিজিট করুন।
【বিস্তারিত তথ্যের জন্য】

অতিরিক্ত তথ্য

MEXT সহ অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা অনেক অনলাইন পড়াশোনার বিষয় দেয়া হয়। নিম্নোক্ত ওয়েবসাইট গুলো দেখুন।

※These are for students but not particularly for foreign students.